একটি কবিতার জন্ম হয় কবির মাথার ভেতরে ,
গর্ভজাত শিশুর ন্যায় কখনো তা ঘুমিয়ে থাকে,
কখনো উসখুস করে, কখনো ঘুরপাক খায়,
উথাল পাতাল করে বেরিয়ে আসতে চায়।
অবশেষে কলমের নিব দিয়ে সরাসরি, অথবা
ল্যাপটপের কীবোর্ড দিয়ে নিঃশব্দে প্রসবিত হয়।


বড় কোলাহল কোন ছোট কবির পছন্দ নয়।
যদিওবা সে মেতে ওঠে কোন জম্পেশ আড্ডায়,
ছোট পরিসরে কোন আলাপচারিতায়, প্রাণ খুলে
কথা কয়, খ্যাতির আভাসে আড়ষ্ট হয়ে যায়।  
সতীর্থ-সুহৃদের আনন্দ-সুখগুলো ভাগ করে নেয়,
নিজের ভাবনাগুলো কবি গোপনেই রেখে দেয়।

শুধু কথার মালা গেঁথে কবিতা লেখা যায়না।
ভাবনার গ্রন্থিগুলো হৃদয়ের খুঁটিতে বাঁধা থাকে।
কখনো মাঝ রাতে কবি সেগুলো নাড়াচাড়া করেন,
কখনো বা সাথে নিয়ে স্বপ্নের দেশে হারিয়ে যান।
একান্তে নিভৃতে ওগুলো পাখা মেলে। কখনো ছন্দে,
আবার কখনো নিছক গদ্য হয়েও কবিতা হয়ে যায়।


ঢাকা
০৭ অক্টোবর ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।