হে ষোড়শী, যে যুবকটি আগ্রহভরে
তোমার প্রতি বাড়িয়েছে তার দু’হাত,  
হাত দুটো ধরার আগে জেনে নিও,  
কোন পাখীর গান সে শুনেছে কিনা,
কোন শিশু তার কোলে চড়েছে কিনা।


সে বংশীবাদকের মোহন বাঁশী থামা অবধি  
পুষ্পকোরকের মত তুমি চোখ বুঁজে থেকো।  
মনোহর সে বাঁশীর সুর, যতই হোক সুমধুর,
ষোড়শী, তুমি তাকে কথা দেয়ার আগে,
শুধু তার শপথগুলো একটু যাচাই করে নিও।


ক'ফোঁটা অশ্রু তোমার চোখ থেকে ঝরে পড়ে,
বালিশে শুকিয়ে যায় প্রতি রাতে,  
সে খবর যদি সে বলতে পারে পরদিন প্রাতে,
চোখ দেখে যদি বুঝে নিতে পারে বুকে চাপা কথা,
তবে তুমি তাকে দিতে পারো মনের ঠিকানাটা।


মনের কষ্টি পাথরে যাচাই করে নিয়ে যদি দেখ,
সে তোমারে 'দেখিবারে পায়, অসীম ক্ষমায়',
তবে তার বাড়ানো হাতে তোমার হাতটি রেখো,
দৃপ্ত পায়ে এগিয়ে যেও জীবনের বাকীটা পথ,  
একসাথে হাতে হাত রেখে, একসাথে গান গেয়ে।


ঢাকা
০৬ জুন ২০১৪


কপিরাইট সংরক্ষিত।