মাঝে মাঝে কেন এমন হয়,
হয়না কারো সাথে কোন রূঢ় কথা,
কিংবা কোন উত্তপ্ত বাক্য বিনিময়।
তবুও নিজেকে এত পরাভূত মনে হয়।
কেন এত পরাভূত মনে হয়!


মাঝে মাঝে কেন এমন হয়,
চিরচেনা পাখীগুলোর যে সুর শুনে আমি
প্রফুল্ল হয়ে উঠতাম, কান পেতে শুনতাম,
একই কলতান শুনে মনটা মাঝে মাঝে কেন
এমন হু হু করে উঠে, হু হু করে উঠে!


মাঝে মাঝে কেন এমন হয়,
কবিগুরু আর বন্যা মিলেমিশে
আমার হৃদয়টাকে দখল করে নেয়।
তাদের কথা ও কন্ঠ আমার কানে,
নিত্য বাজতেই থাকে, বাজতেই থাকে!


মাঝে মাঝে কেন এমন হয়,
জানা অজানা সকল সঙ্গীতের মাঝে,
মনটা কেবল শৈশব-কৈশোরের স্মৃতি হাতড়ে বেড়ায়,
'যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা'
রবি-বন্যার এই হাহাকার হয় নিত্য ভাবনা, নিত্য ভাবনা!


মাঝে মাঝে কেন এমন হয়,
অরুণ প্রভাতেও গোধূলির ছায়া নেমে আসে,
প্রখর খরতাপেও সূর্যাস্তের লালিমা দেখা যায়।
একান্ত নিভৃতে, অবসর পেলেই দু'চোখ জুড়ে
অশ্রুর মুক্তোগুলো কেবল ভাসতেই থাকে, ভাসতেই থাকে!


পাদটীকাঃ  যাদের মনটা 'মাঝে মাঝে এমন হয়', তাদের সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করে এ কবিতাটি উৎসর্গিত হলো।


ঢাকা
২৯ অক্বটোবর ২০১৩
কপিরাইট সংরক্ষিত।