দখিনা বাতাসের ঢেউ মুখ চুমে বলে যায়,
আমি যে তোমার, ওগো আমি যে তোমার।
অলিন্দে ঝোলানো দোল খাওয়া ফুলের টবে
সদ্য বাসা বাঁধা পাখীটাও যেন গেয়ে ঊঠে,
আমি যে তোমার, ওগো আমি যে তোমার।
অরুণ প্রাতে পূব গগনে আলোর রেখা ফোটে,
ঝিলিক দিয়ে থেমে থেমে সেও বলে ওঠে,
আমি যে তোমার, ওগো আমি যে তোমার।
তবু ভাবের জগতে যায় না  বোঝা কে যে কার,
যতই বাজুক 'হারানো সুর' এর সে গান সুচিত্রার,
গীতা দত্তের মধুর কন্ঠে 'ওগো তুমি যে আমার'!


ঢাকা
০৩ ফেব্রুয়ারী ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।