শুধু শৈশবে শিশু থাকা, এর নাম জীবন নয়।
শিশুর শুভ্র সরলতা, সারা জীবন রাখতে হয়।
শুধু কৈশোরে কিশোর থাকা, এর নাম জীবন নয়।
কৈশোরের ক্ষিপ্রতাকে সারা জীবন রাখতে হয়।


শুধু যৌবনে যুবক থাকা, এর নাম জীবন নয়।
যৌবনের উদ্দামতা সারা জীবন রাখতে হয়।
প্রতিবাদ আর প্রতিকারে, ইনসাফের অধিকারে,
যৌবন কে এগিয়ে এসে হালটি কষে ধরতে হয়।


প্রৌঢ়ত্বের অভিজ্ঞতা নিজের কাছে রাখার নয়,
সাফল্য আর ব্যর্থতা, কিছুই তার অজানা নয়।
বোধশক্তি, বিবেক বুদ্ধি করেছে তাকে প্রজ্ঞাময়,
তারই আলো ছড়িয়ে দিয়ে অন্যকে করে প্রভাময়।


বার্ধক্যের এই প্রান্তে এসে মানুষ আবার শিশু হয়,
সরল মনের সরল প্রশ্ন সহজভাবেই করতে চায়।
ধীরে ধীরে স্মৃতিগুলো কোথায় যেন হারিয়ে যায়,
একটুখানি শক্তি পেতে কারো পানে হাত বাড়ায়।


ঢাকা
০৯ জুন ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।