আউলা ঝাউলা বাতাস বয়,
ঘামের শরীর ঠান্ডা হয়,
হাঁপর টানা মনটা কয়,
ভেতর ঠান্ডা কেমনে হয়?


আউলা ঝাউলা বাতাস বয়,
শ্যামলা মেয়েটা তাকিয়ে রয়,
সাথীটা তার গেলো কোথায়?
থাকবে কত আর অপেক্ষায়?


আউলা ঝাউলা বাতাস বয়,
দীঘির পাড়ে মেয়েটা যায়।
সাথীরে সে একেলা পায়,
মনের সুখে গান গায়।


আউলা ঝাউলা বাতাস বয়,
উতলা মনে ঢেউ জাগায়,
বাতাস বওয়া থাইমা যায়,
মনটা তবু নাইচা যায়।


আউলা ঝাউলা বাতাস বয়,
কৈতরিরে কৈতর কয়,
আর বাড়ী যাবার কাম কি?
চলো এবার উড়াল পারি!


ঢাকা
১০ জুন ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।