নারী শিশু হয়ে জন্ম নিলেও শিশু থেকেই মা,
সাধ আহ্লাদ বিসর্জনে তার হয়না তুলনা।
মায়ের কাছেই শিখে নেয় সে ত্যাগের মহিমা,
ভাইবোনকে আগলে রাখে, কিছু দাবী করেনা।


সুখনিদ্রা আরাম আয়েস, ভাগ্যে কমই জোটে,
ক্লান্তি যতই ঘিরে ধরুক, হাসি থাকবে ঠোঁটে।
গর্ভে যখন শিশু আসে, ঘুম থাকেনা চোখে,
নড়াচড়া করতে গেলেই ব্যথায় কুঁকড়ে ওঠে।


তার কোলে যখন শিশু হাসে জন্ম হবার পর,
সুখের প্রলেপ ঢেকে রাখে সব কষ্ট পূর্বাপর।
যখন মধ্যরাতে কাঁদে শিশু জেগে উঠে মা,
পাশে শুয়ে ঘুমায় বাবা, ডেকে তোলেনা।


ধীরে ধীরে বয়স বাড়ে, শিশু বড় হয়,
অসুখ বিসুখ হলেই পাশে মা জেগে রয়।
আদর দিয়ে, সেবা দিয়ে ঘুম পাড়িয়ে রাখে,
ঘুমের মাঝেই হাত বুলিয়ে কেমন আছে দেখে।


ছেলে যখন বড় হয়ে এদিক ওদিক যায়,
মায়ের তখন নানান চিন্তা মাথায় খাবি খায়।
ফোন দিয়ে ছেলে বলে মা, ঘুমিয়ে তুমি পরো,
মায়ের চোখে ঘুম আসেনা, রাত হয়ে যায় বড়!


ঢাকা
২৯ জানুয়ারী ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।