জীবনের সঞ্চয় আমার খুব বেশী কিছু নেই,
কিছু কিছু ছোট ছোট সফলতা ছাড়া,
যা সবারই কিছু কিছু থাকে।
তবে বেশ বুঝি,
বিকেলে ভোরের ফুল ফোটার নয়,  
রাতের কুসুমও তো বেশ সৌরভ ছড়ায়,
তবে সেটাও তো আমার হবার নয়!


জীবন পথের উৎকীর্ণ মাইল ফলকগুলো,
কিছু ছোঁয়া যায়, কিছু অতিক্রম করা যায়,
আর কিছু আজীবন অধরাই থেকে যায়।
সৃষ্টিশীলতার শেষ চক্রে এখন আমার সময়।


বড় দেরী করে শুরু করেছি কবিতা লেখা,
ভাবনার ঝুড়িটাতো আজীবন ভরপুর ছিল।
তবুও কলম চলেনি।
আজ হাতে সময় এন্তার,
তাই নিরিবিলি লিখে চলি মনের যত ভাবনা,
কিছু তার কবিতা হয়ে ওঠে, আর কিছু হয়না।


আমার সাজানো ডালি থেকে প্রতিদিন ভোরে
একটি একটি করে কবিতা পাঠিয়েছি এ আসরে।
কখনো তা সিক্ত হয়েছে তোমাদের ভালবাসায়,
আবার কখনো হয়নি। ৫০তম তেমন কিছু নয়,
তাই অতি নীরবেই সে ফলক ছুঁয়ে গেছি আমি।


পাদটীকাঃ গত ১৩ জুন ২০১৪ তারিখে 'বাংলা কবিতা'র আসরে আমার ৫০তম কবিতা 'ভালবাসার ছোঁয়া' প্রকাশিত হয়। অনেক অনেক শততমের ভীড়ে ওটা তেমন কিছু নয়। তবুও, যে পাঁচজন বিদগ্ধ কবিতা প্রেমিকের ভালবাসার ছোঁয়া ওটা পেল, তার জন্য তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা।


ঢাকা
১৫ জুন ২০১৪