আকাশে কালো মেঘ,
আঁধারে ঢেকে আছে চারিদিক,
থমথমে ভাব, শুনশান নীরবতা।
দু'জোড়া রেললাইন সমান্তরালভাবে শুয়ে আছে,
যেমন অভিমানী মানব মানবী মাঝে মাঝে শুয়ে থাকে।
যখন হায়, প্রগল্ভ আলাপচারিতা অভিমানে নীরব হয়ে যায়!


সব মেঘে বর্ষা আসে না।
এ মেঘেও আসবে কিনা, জানিনা!
আকাশের মেঘ কেন আমার চোখে আলো এনে দেয়?
কালো মেঘগুলোকে কেন তোমার চোখের কাজল মনে হয়?
মেঘ দেখলেই কেন বিশুদ্ধ সঙ্গীতের মূর্ছনা কানে বেজে ওঠে?  
পাথর বুকে ধরা বিরহী রেললাইনগুলো কেন চোখে ভেসে ওঠে?


ঢাকা
১৭ জুন ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।