দিন গেল, মাস গেল, গেল কতকাল,
রয়েছি এখনো আমি প্রেমের কাঙাল।
একটু কখনো যদি পেছনে তাকাও,
খুঁজে পাবে কিছু স্মৃতি হয়তো কোথাও।  


পাখীর ডানায় ভেসে ঘুরপাক খাই,  
তোমাকে দেখবো বলে নীরবে তাকাই।  
বৃষ্টির ঝাপ্টা এসে যখন আঘাত হানে,  
খোঁজ কি আমার ছায়া তুমি মনে মনে?


মৌমাছি গুনগুন যদি গান গায়,
তুমিও কি সুর ধরো প্রেমের ভাষায়?
উদাসী প্রেমিক যখন বাঁশরী বাজায়,
সে সুর শুনে কি মন করে হায় হায়?


দিবাঋষি নিশাচর পেঁচার মতন,
আঁধারে পথে নামি যখন তখন।
ক্ষণিকের তরে তবু যদি দেখা পাই,
আশায় আশায় হাঁটি, যদিও বৃথাই।


ঢাকা
৩০ জানুয়ারী ২০১৪
কপিরাইট সংরক্ষিত।