ও আমার অন্তঃপুরী যাদুকরী মনময়ূরী,
তোমার ব্যাগে আছে কত ছল চাতুরী,
আগে তেমন না বুঝলেও এখন বুঝি।
আর বুঝতে পেরে নিজেই হাসি চুপিচুপি।


সকাল বেলার কথা তুমি বিকেলে বলো,
আর কিছু কথা ইচ্ছে করে হারিয়ে ফেলো,
ভালোই লাগে ছোট্ট এসব চালাকিগুলো,
বুঝতে পারি যখন তোমার কারণগুলো।


তেমনি, আমার কতক কতক জিনিষগুলো
হঠাৎ করেই এদিক ওদিক সরিয়ে ফেলো,
প্রশ্ন করলে শুধু একটি কথায় না বলো,
আবার সময়মত এগিয়ে এসে খুলে বলো।


গল্প ফাঁদো পাশে এসে কাজের সময়,
জোর করেই শুনতে হবে তোমার কথা,
আমি কিছু জানতে চাইলে সামারি বলো,
কি বলা যায়, কি যায়না, ভালোই বুঝো।


এ সংসারের তুমিই হলে আসল চালক,
এ্কে চালাতে তুমি করো নানান চালাকি!
জানি, একটি লক্ষ্য সব চালাকির কেন্দ্রস্থলে,
আর তা সংসার আর ঘরের শান্তি সর্বোপরি।


ঢাকা
১০ ডিসেম্বর ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।