দূর থেকে অনুভবি তোমার বুকের ব্যথাটুকু,
বুকের কোন কোণায় সেটা বাজে কতটুকু,
এখন যদি থাকতেম আমি তোমার পাশে,
উঠিয়ে নিতেম পাঁজাকোলে এক নিঃশ্বাসে।


চোখের পানে তাকিয়ে থেকে বুঝে নিতাম,
কোন ওষুধে সারবে তোমার মনের ব্যারাম,
চোখের ভাষায় জানিয়ে দিতাম এই বারতা,
দূরে থেকেও বুঝতে পারি তোমার ব্যথা।


তোমায় আমি এই শুধাতাম আদর করে,
আমার কথা চোখের ভাষায় নিও পড়ে।
তপ্ত ঠোঁটে শুষে নিতাম চোখের পাতায়
ঝুলতে থাকা অশ্রুফোঁটা কথায় কথায়।


বলতাম আমি একটি কথা ফিসফিসিয়ে,
যা শুনেই তুমি উঠতে হেসে খিলখিলিয়ে।
হাত বাড়িয়ে দিতেই তুমি আমার পানে,
সে হাত ধরে হারিয়ে যেতাম সঙ্গোপনে।


ঢাকা
০৬ জানুয়ারী ২০১৪
কপিরাইট সংরক্ষিত।