কৃষ্ণচূড়ার কাছে প্রশ্ন করি,
আজ তুমি কেমন আছো?
সে একটি ফুল ঝরিয়ে বলে,
এই যেমন বুঝতে পারছো।


হঠাৎ উড়ে আসা চড়ুইটিকে শুধোই,
কিরে, আজ কেমন আছিস তুই?
ফুরুৎ করে উড়ে জানিয়ে দেয়,
জবাব দেবার গরজ তার নেই।


শক্ত করে ফড়িংটির লেজটি ধরে বলি,
আছিস কেমন, ভালবাসার এই দিনে?
বক্র হয়ে আংগুল কামড়ে দিয়ে,
বলে, কাজ কি তোমার এসব কথা জ়েনে?


নেচে নেচে উড়ে এলো রঙ্গিন প্রজাপতি,
এত্তটুকুন দেহে তার রঙের তেলেসমাতি।
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, কই না কোন কথা,
ভাবতে থাকি, সেই তো ভালো, থাক না নীরবতা।


ভালবাসি প্রজাপতি, আর ভালবাসি ফুল,
কক্ষোনো আর করবো নাকো, প্রশ্ন করার ভুল।
ভালই আছে জানি তারা, বসন্তের এই দিনে,
না থাকলেও জানবো নাকো, নেই কি কারণে।


ভালবাসার প্রতীক যেন রঙ্গিন প্রজাপতি,
ফুলের রেণু, রঙের প্রতি, আগ্রহ তার অতি।
বসন্তের এই দিনে তার ভাল থাকার কথা,
মনে বড় ব্যাথা পাব, হয় যদি অন্যথা।


পাদটীকাঃ  ২০১৩ সালের 'ভালবাসা দিবস' (Valentine's Day) এর প্রাতে আমার ভাবনাগুলো এমনই ছিল।


ঢাকা
১৪ ফেব্রুয়ারী ২০১৩।
সর্বস্বত্ব সংরক্ষিত।