আমিতো অনেক সুখী এই গাছাড়া আমাকে নিয়ে,
এর চেয়ে বেশী আর কিইবা হতো আমাকে দিয়ে!
মাথা নুয়ে আসে প্রভু, এই ভেবে, পরম শ্রদ্ধায়,
কিযে এক ফ্রি হুইল করে তুমি রেখেছো আমায়।


আমায় করনি তুমি কোন মানী কেউকেটা,
বাঁচিয়ে দিয়েছো বড়, নইলে কিযে হতো দশাটা!
কেউকেটার আদল রপ্ত করতে, চলনে বলনে,
জীবনটাই মাটি হতো সেই রহস্য অন্বেষণে।


সাদাকে সাদাই দেখি, আর কালোকে কালো,
সেভাবেই বলে ফেলি, তা না শোনাক ভালো।
আসল চেহারা ঢেকে মুখে গাম্ভীর্য আনা,
কেউকেটার এমন আদল, আমায় মানাতোনা।


যখন যেভাবে ইচ্ছা, সেভাবেই চলি ফিরি,
মাথায় রাখোনি তেমন কোন বোঝা ভারী।
বিখ্যাত নই, সহজেই তাই জনারণ্যে মিশে যাই,
প্রশ্ন করেনা কেউ কোন, থাকেনা কৌতুহল অযথাই।


থলে হাতে ঘুরে বেড়াই বাজারের একোণ ওকোণ,
থাকেনা সংকোচ কোন, অথবা লজ্জা অকারণ।
ভক্তিভরে যদি কেউ সালাম জানায়, বিনম্র শ্রদ্ধায়,
মনে মনে পাঠিয়ে দেই সেটা, তোমার ঠিকানায়।


আমার যেটুকু মানমর্যাদা আর যেটুকু সম্মান,
সবই তো তোমার দান, হে রাহীম, রাহমান।
তোমার করুণায় ভরা ক্ষুদ্র আমার এ জীবন,
প্রতিটি নিঃশ্বাসে যেন আমি করি, সেকথা স্মরণ।


ঢাকা
২৪ মার্চ ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।