মাঝখানে বেশ কিছুদিন অনুবাদের নেশায় পেয়েছিলো। বেশ কয়েকটি ইংরেজী কবিতা অনুবাদ করে ফেলেছি। না, কোন কালজয়ী কবির কবিতা নয়, এই আমাদেরই মত, কিংবা তার চেয়ে আরেকটু ভালো, কিছু বিদেশী কবি যারা ইংরেজী ভাষায় লেখেন, তাদের কিছু কবিতা। যেসব কবিতা আমার ভাবনাকে দোলা দিয়ে গিয়েছিলো, হৃদয় মন স্পর্শ করেছিলো।
এ আসরের শিরোনাম বলে দেয়, এটা বাংলা কবিতার আসর। ভাবছি, এখানে কি ইংরেজী ভাষাভাষী অথবা ভিন্ন ভাষাভাষী কবির  ইংরেজী ভাষায় লেখা কবিতার বাংলা অনুবাদ দেয়া ঠিক হবে? হোক না তারা অন্য ভাষার কবি, আমার অনুবাদ তো হয়েছে বাংলাতেই।
এডমিন কি বলেন? যদি বলেন ঠিক আছে, তবে আগামীকাল থেকে কিছু অনুবাদ কবিতা দিতে চাই। আর যদি অন্যথা কিছু বলেন, তবে যাই বলবেন, তথাস্তু!
পাঠকদের মতামত পেলেও খুশী হবো।