আকাশ থেকে তীব্রবেগে
ধেয়ে আসে এক ধুমকেতু,
অধরা পৃথিবীর পানে,
ভালোবাসার টানে।


আসতে আসতেই সে
বায়ুমন্ডলের ঘর্ষণে,
ভস্মীভূত হয়ে যায়।
নিদারুণ আকর্ষণে!


ভালোবাসার আত্মদহনে
ছাই হয়ে সে ঠাঁই নেয়,
এ ধরার কোন এক কোণে,
কোথায়, কেই বা জানে!


নিশীথ রাতে, হেথায় হোথায়,
কক্ষচ্যূত তারারা বলে যায়
ছুটছে তারা আকর্ষণের নেশায়,
সেই নেশাতেই ছাই হয়ে যায়।  
......


কারণ ভালোবাসা পোড়ায়!


ঢাকা
১৩ জুলাই ২০১৪
কপিরাইট সংরক্ষিত।