ফটোকপির কাজগুলো "অনন্যা" থেকেই করাই।
নীচতলার দোকানটা দুপুরে বন্ধ ছিল, তাই
দোতলায় যেতে হবে। ফার্স্ট ফ্লোরে লিফট ধরেনা,
তাই '2' টিপলাম। '3' ও টিপেছিল অন্য একজনা।


হন্তদন্ত হয়ে ঢুকলেন আপনিও, বাটন প্যানেলে আঙ্গুল,
কিন্তু খুঁজে পাচ্ছিলেন না '3', ভাবলেন, এ কেমন ভুল?
অথচ '2' আর '3' ই কেবল জ্বলজ্বল করে জ্বলছিলো।
যেহেতু ছোঁয়নি কেউ, সেহেতু নিষ্প্রভ ছিল বাকীগুলো।


আমি বললাম, ঐতো '3', ঐযে জ্বলছে! লাজুক হাসি
হেসে আপনি বললেন, "ওমা! বুড়িয়ে গেলাম নাকি?
জ্বলজ্বলে বাটনটা না দেখে শুধু নেভাগুলোই খুঁজছি?"
বললাম হেসে, আমিও ওরকম মাঝে মাঝে দেখি।


'2' এ এসে লিফট খুলে গেল, হুট করে বের হলাম।
পেছন ফিরে দেখি আপনিও, হেসেই তাই বললাম,
এটাতো '2', '3' তে যাওয়ার কথা আপনার।
বললেন, এখানেও ভুল, মনে ছিলনা ঠিক নাম্বার।


হেসে হেসেই দেখছিলেন সামনে ঝোলানো কাপড়,
নির্মল হাসি ছড়াচ্ছিলো দ্যুতি সারাটা মুখের উপর।
হাসির মাঝেই না বলে এলাম ফটোকপির দোকানে,
বলা হয়নি, কথা আর হাসি, দুটোই গেঁথে গেল মনে।


ক্ষণিকের দেখা, কিছু কিছু কথা, ক্ষণিকের আলাপন,
কথা আর হাসি, ভ্রান্তি বিলাসী, আপনার ভুলো মন।
স্মৃতির আর্কাইভে খুঁজে নিল ঠাঁই আপনার অগোচরে,
না জানি এমনি কত শত স্মৃতি মানুষের বুকে ঘোরে।


পাদটীকাঃ "অনন্যা শপিং কম্প্লেক্স" থেকে ফিরে।


ঢাকা
২৪ মার্চ ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।