সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়লে,
সকল ছায়াই প্রলম্বিত হয়।
জীবনের এই পড়ন্ত বিকেলে
চোখের দৃষ্টি ম্লান হয়ে আসে,
তবে মনের দৃষ্টি প্রসারিত হয়।
পিছু ফিরে দেখা সহজ হয়।


উঁচু নীচু এই চলার পথে,  
যাদের হাত ধরে পথ বেয়েছি,
স্নেহ মমতা ভালোবাসা পেয়েছি,
দয়াময় তোমার অবারিত ভাণ্ডার
খুলে দাও তাদের জন্য, তারা যেন
ইহলোকে পরলোকে শান্তি পায়।  


ক্ষমা করো  হে দয়াময়,
গতিময় জীবনের যতির সময়,
স্মরণ করি যেন একমাত্র তোমায়।
মাফ করে দিও ছোট বড় সব দোষ।  
তোমার মার্জনা আর করুণা ছাড়া
খালিহাতে আমায় করোনা বিদায়।


ঢাকা
১৩ ডিসেম্বর ২০১২
সর্বস্বত্ব সংরক্ষিত।