যদি বন্ধু হও, একটু তাকাও।
দুজোড়া চোখ একসাথে করে দেখি,
চোখ ছাড়া আর কিছু দেখা যায় কিনা।
মনের যেমন নিজস্ব ভাষা আছে,
দু’চোখেরও তেমনি আছে। এসো,  
চোখে চোখ রেখে একটু তাকিয়ে দেখি,
অভিধান ছাড়া সে ভাষা বোঝা যায় কিনা।


যদি বন্ধু হও, সাড়া দাও।
অনুচ্চারিত প্রশ্নগুলো পড়ে নাও।
ইথারে ভাসিয়ে দাও যা আছে বলার,  
ঠিকই পথ খুঁজে পাবে তারা অন্তরে আসার।  
সিনেমার পর্দার যেমন নিজস্ব প্রক্ষেপক আছে,
চোখের পর্দারও তেমনি আছে, সেটা থাকে মনে।
এসো, চোখ বুঁজে দেখি, কোন ছবি ভাসে কিনা!  



ঢাকা
০৪ মার্চ ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।