মধ্যরাতে বৃষ্টি হলে,
হাল্কা কিংবা মুষলধারে,
তার শব্দ শুনি ঘুমের মাঝেও
শার্সিতে না শব্দ হলেও।


স্বর্গ মর্ত্যের এ প্রণয়লীলা
ভরিয়ে ফেলে নদী নালা।
বৃষ্টি স্নাত গাছপালায়
রাতের পাখি ডানা ঝাপ্টায়।


তৃষিত মাটি তৃষ্ণা মেটায়
মধ্যরাতের জলধারায়।
মেঘমল্লারের জলদ আহ্বান
স্বপন মাঝে গেয়ে যায় গান।


ঢাকা
০১ আগস্ট ২০১৪