বিকেলে ভোরের ফুল,
কখনো ফোটেনা।
জীবনের গোধূলীতে
কেউ কবি হয়না।


কবি নামে খ্যাত হই,
এমন কোন বাসনা,
করিনা পোষণ মনে,
যে যাহাই ভাবোনা।


একান্ত কিছু কথায় যখন,
বিভোর হয় প্রাণ-মন,
শেয়ার করি তাদের সাথে,
যাদের ভাবি আপন জন।


আজন্ম লাজুক আমি,
কোন যশ-নাম নাই।
সাদাসিধে থাকি, আর
খ্যাতি ভয় পাই।


ভোরের বকুল আর
কখনো হবোনা,
নিশির হাস্নাহেনা হবো
তারও নেই সম্ভাবনা।


কবি হবার এ প্রয়াস
বয়ে আনে বিড়ম্বনা।
তাই গোপনেই লিখে যাই,
মনের যত ভাবনা।


ঢাকা
১৬ ফেব্রুয়ারী ২০১৩
কপিরাইট সংরক্ষিত।