সুদীর্ঘ ওষ্ঠোধর চুম্বন,
কিংবা জাপটে ধরা আলিঙ্গণ,
কপোলে কপোল আর নিমীলিত আঁখি,
ফিসিফিসিয়ে বলে ওঠা, 'ওগো, ভালোবাসি!'
ব্যস, এটুকুতেই কি ঘটে যায় প্রেমের অভিব্যক্তি?


ঘুমিয়ে থাকা মুখের দিকে,
ভালোবেসে নির্নিমেষ তাকিয়ে থাকা,
চাঁদবদনে জ্যোৎস্নার আলো পড়বে বলে,
জানালার পর্দাটা সরিয়ে প্রতীক্ষায় বসে থাকা,
এসবে কি প্রতিফলন ঘটেনা, প্রেমের অভিব্যক্তির?


জোড়াটা খায়নি বলে  
নিজেও না খেয়ে বসে থাকা,
একান্তে বসে আলাপচারিতার জন্য
একগাদা কথা পেটের মধ্যে জমিয়ে রাখা,
হাত ধরে ঘুমানোর আহ্বান, এসবে নেই কি কোন অভিব্যক্তি?


অভিমানে গাল ফুলিয়ে রাখা
যদি হায় উপেক্ষিতই থেকে যায়,
উদাসী সাথীর না দেখায়, অবহেলায়,
তারপরেও নীরবতা ভেঙ্গে চুপিচুপি কাছে আসা,
স্বেচ্ছায়, পরম ভালবাসায়, এতে কি নেই কোনই অভিব্যক্তি?


ঢাকা
২৯ জুলাই ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।