শেফালী কিংবা বকুলের সুগন্ধিতলায় বসে
এক তৃষিত হৃদয় নীরবে মনে মনে জপে,
ভালবাসা থরে থরে ঝরে পড়ুক, ঝরে পড়ুক!
আমি সে ঝরে পড়ার শব্দ শুনি আর ভাবি
বকুল আর শেফালীর নীরবে ঝরা সার্থক হবে,
যদি তারা ঠাঁই পায় সেই ধ্যানমগ্ন ঋষির  
কম্পমান করতলে, অথবা কোন ভক্তের
প্রসারিত অঞ্জলিতে, অথবা কোন মন উচাটন
প্রেমিকার পরম যতনে বিছানো আঁচলে, তা সে
ফুল দিয়ে কোন মালা গাঁথা হোক বা না হোক!



ঢাকা
০৩ আগস্ট ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।