আমি বড় ঘুমকাতুরে,
তুমি বড় ছলচাতুরে।
ঘুমের মাঝেই আনাগোনা,
ঘুম ভাংলেই নেই ঠিকানা।


যেইনা আমি ঘুমের ঘোরে
কড়া নাড়ি তোমার দ্বারে,
একটুখানি মুখ উঁচিয়ে
দেখা তুমি দাও।


তারপরেতেই চুপটি করে
কোথায় যেন আড়াল হয়ে
চোখের পলক পড়ার আগেই
হারিয়ে তুমি যাও।


সাথে সাথেই বোকা আমি
হই যে তোমার পিছুগামী
তরতরিয়ে ভাসিয়ে দিয়ে
আমার মন পবনের নাও।


সাকিন হারা মাঝি আমি,
লক্ষ্যহীন দাঁড় টানি,
ঘোরের মাঝে থেকে শুনি
তুমি উদাসী গান গাও।


কোথায় পাবো কূলকিনারা
দাওনি সেটার কোন ইশারা,
তাই বেয়ে যাই লক্ষ্যহারা,
নোঙর ফেলার সুযোগ ছাড়া।


যদি তোমার মনের মাঝে
আমায় দেখার ইচ্ছা জাগে,
তবে নয়ন খুলে যদি তুমি
একটিবার তাকাও,
দেখবে আমি আঁধার রাতে
বৈঠাখানি নিয়ে হাতে  
তরতরিয়ে আসছি বেয়ে
মন পবনের নাও।


ঢাকা
০৬ আগস্ট ২০১৪
কপিরাইট সংরক্ষিত।