শুরুতে আমরা ছিলাম
একটি সমদ্বিবাহু ত্রিভূজ
ভূমির উপর দাঁড়িয়ে
আমরা দুটি বাহু সমান।


ক্রমে সেটা হয়ে গেলো
একটি সমকোণী ত্রিভূজ।
আমি হই না হয় তুমি হও,
কখনো লম্ব, কখনো অতিভূজ।


একদিন হঠাৎ চেয়ে দেখি,
আবার আমরা হয়ে গেছি
সমানে সমান। তবে ত্রিভূজে নয়,
বিপ্রতীপ কোণ হয়ে, বিপরীতে থেকে।
দুটো সরলরেখার আড়াআড়ি ছেদনে,
নিতান্তই জ্যামিতিক নিয়মে।


ঢাকা
০৮ আগস্ট ২০১৪
কপিরাইট সংরক্ষিত।