সুখ মানে
এলার্ম ঘড়ির আওয়াজ শুনে ধরফড়িয়ে না ওঠা,
ডাকাডাকি যতই করো, লেপের তলে গা ঢাকা।
শয্যা মাঝে বিভোর থেকে স্বপ্নসুখে দোল খাওয়া,
দু'চোখ বুঁজে ঘুমের ভানে, শয্যা ছেড়ে না যাওয়া।


সুখ মানে
আদর মাখা কন্ঠ-ডাকে সকাল বেলার ঘুম ভাঙ্গা,
চাওয়ার আগেই নাশতা শেষে ধোঁয়া ওঠা চা পাওয়া।
ঘরের মাঝে শব্দ দূষণ একেবারেই না থাকা,
সাত সকালে বাজার করার ফর্দ হাতে না পাওয়া।


সুখ মানে
ঘড়ির দিকে না তাকিয়েই ইচ্ছে মত কাজ করা,
কাজের মাঝে ডাকলে কেহ 'হুঁ হাঁ' করে পার পাওয়া।
কান না দিয়েও অসময়ের গল্প শোনার ভান করা,
পড়লে ধরা কাজ গুটিয়ে জরিমানা মাফ পাওয়া।


সুখ মানে
ভালবাসার কথাগুলো গড়গড়িয়ে বলে যাওয়া,
চোখের ভাষা্র ব্যাখ্যা নিয়ে দিনরাত্রি কাব্য করা।
'কবির মত কথা বলি', এমন তোফা হাতে পাওয়া,
মিষ্টি মুখের একটি কথায় স্বপ্নরাজ্যে ভেসে যাওয়া।


সুখ মানে
প্রতিটা দিন রুটিন করে লেকের পাড়ে পথ হাঁটা,
পছন্দসই সঙ্গী পেয়ে গল্পোচ্ছলে অতীত ঘাঁটা।
শোবার আগে মনে করে প্রভুর পানে মাফ চাওয়া,
শোবার পরে গল্প ধরে এক নিমেষেই ঘুম যাওয়া।


ঢাকা
২৬ ফেব্রুয়ারী ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।