জীবন সংসার একটি শূন্যতার বৃত্ত,  
যার কেন্দ্রবিন্দুতে আছি আমি নিত্য।
বৃত্ত বড়, মাঝারি কিংবা ছোট হলেও,
আমার অবস্থানের ব্যতিক্রম হয় না মোটেও।    


বৃত্তের পরিধি আমার ধরা ছোঁয়ার বাইরে।
স্পর্শ করার কোন উপায় নাই।  
অতএব, যেখানে আছি আমি,
সেখানেই নিত্য থেকে যাই।


শূন্যের মাঝে বসত গড়ি, শূন্যেই করি বসবাস।
অপেক্ষা, একদিন শূন্যের মাঝে মিলিয়ে যাবার।
'কী ঘর বানাইলাম আমি শূন্যেরই মাঝার'-
আমার মোটেও নেই এমন কোন হাহাকার!


ঢাকা
১৪ অগাস্ট ২০১৪