আজ বিকেলে তুমি আসবে,
আমার ঘরে
আমরা সবাই মিলে গাইবো
সমস্বরে,
'এসো এসো আমার ঘরে এসো,
আমার ঘরে'!


আমাদের সবার বুকটা কেবলই
আঁকুপাঁকু করছে,
তোমাকে সেখানে ধারণ করতে,
আশ্লেষে রাখতে।
নিবিড় উষ্ণতায় হৃদয় স্পন্দন
অনুভব করতে।


আজ থেকে আমাদের বুক হবে
তোমার শয্যা।
ঘুম পাড়ানিয়া গান শুনে শুনে
তুমি ঘুমোবে।
ঘুমের মাঝে একটু একটু হাসবে,
আমরা দেখবো।


ঢাকা
২১ আগস্ট ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।