শশব্যস্ত হয়ে সেদিন কোথায় যেন ছুটছিলো মেয়েটি,
আচমকা মুখোমুখি হওয়ায় সামান্য কিছু কথাবার্তা,
যা কিছু বলা হলো, অজানা ছিলনা কিছুই। তবু
জন্ম দিয়ে গেল কিছু জিজ্ঞাসার, বিস্ময়ের, ভাবনার।


কেমন আছেন, আজকাল ল্যাখা ট্যাখা দেখছিনা কেন?
ভালোই। লিখে তো যাচ্ছি। 'ট্যাখা' কি তাতো জানিনা।
কোথায় লিখেন? কোথাও লেখা দেখিনা কেন?
আপাততঃ ফেইসবুক আর কিছু কবিতার সাইটে দিচ্ছি।


আপনি আপনার বউকে কি খুব ভালোবাসেন?
হঠাৎ কেন এ কথা? জানা কি খুব প্রয়োজন?
আপনার সব কবিতাই তো দেখি বউ এর প্রশংসায় ভরা।
জ্বী বাসি।পদ্যময় এ সংসার কানন তো ওরই হাতে গড়া।


আর কাউকে? কখনো কি ভাবেন আর কারো কথা?
ভাবার রাজ্যে তো কোন সীমারেখা নেই। কিন্তু কেন?
আপনার কবিতায় মনে হয় যেন কারো ছায়া আছে পিছু।
অনেকেই ওকথা বলে। থাকতেই তো পারে মিল টিল কিছু!


আপনি কি বউকে খুব ভয় পান? এত আড়ষ্ট থাকেন কেন?
জ্বী পাই।পৃথিবীর সব শান্তিকামী মানুষই তা পায়। কিন্তু কেন?
আপনার কবিতা পড়ে মনে হয়, আপনি খুব ভয়ে ভয়ে লেখেন।
সব মানুষেরই কিছু প্রকাশ্য অপ্রকাশ্য ভয় থাকে। কবিদেরও।


আপনার লেখাগুলো কি সবই সত্য? নাকি কল্পনা বাহারি?
কিভাবে বলি! কল্পনা কিছুটা থাকলেও তা বটে সত্যাশ্রয়ী।
বিশেষ কেউ আপনার কবিতা পড়ুক, একথা ভাবেন কি?
বিশেষ কেউ আছে, এমনতো জানিনা! পড়লেও ক্ষতি কি!


ঢাকা
১৫ মার্চ ২০১৩
কপিরাইট সংরক্ষিত।