যখন আমি আক্রান্ত হই,
তুমি তখন লাঠি নিয়ে তেড়ে আসো,
আক্রমণকারীকে হটাতে।


যখন আমি পথহারা হই,
তুমি তখন ছড়ি নিয়ে দৌড়ে আসো,
আমাকে পথ দেখাতে।


যখন আমার মুক্তোগুলো,
পড়ে থাকে পথের পরে ছড়িয়ে ছিটিয়ে,
তুমি তখন তা কুড়িয়ে দাও।


আমার ঝুলিটা শূন্য হলে,
তুমি সবার আগে দৌড়ে আসো, ক্ষিপ্রতায়
ঝুলিতে কিছু ঢেলে দিতে।


যখন আমি সুর হারাই,
তুমিই এসে গলা সেধে সুরটা ধরিয়ে দাও,
যেন আমি ফের গান গাই।


তাই আমি আজ
দৃপ্ত পদে হেঁটে যাই তোমার দেখানো পথে,
পরম নিশ্চয়তায়।


তাই আমি আজ
মনের সুখে গান গেয়ে যাই, চেনা অচেনা সুরে,
গলা ছেড়ে।


তাই আমার আজ
চলার পথের পাথেয় হিসেব করার চিন্তা নেই,
জানি তুমি আছো।


ঢাকা
২৫ আগস্ট ২০১৪
কপিরাইট সংরক্ষিত।