বাংলা কবিতার এই ই-আসরে,
অঘোষিত, অকস্মাৎ ঢুকে যাই চুপিসারে।
সেই থেকে ঘনঘন আসি যাই বারে বারে।
সোয়া শ' কবিতা লিখে গেছি একাধারে।


খ্যাত, অখ্যাত, বিখ্যাত, নতুন, পুরনো,
এমন কবিদের আসরে ঢুকে আমিও ধন্য।
এখানে আলোচিত হয় কতনা হৃদয় কাহিনী,
প্রেরণার উৎস যত কল্পনার শক্তি মোহিনী।


কত না জীবন দর্শন আর অনুভূতির কথা,
বাস্তব আর কল্পনার অভিরাম আবির মাখা।
গদ্যে পদ্যে লেখা কবিদের নিজের কবিতায়,
নিজ মনের কোমল বোধটুকুই প্রকাশ পায়।


মুগ্ধ হই আমি কবিদের এই কবিতাচারিতায়,
সহৃদয় মন্তব্য আর যত সরস আলোচনায়।
অকবি আমিও পুলকে যুক্ত হয়ে মুক্তমনে,
এখানে বারে বারে ফিরে আসি, ক্ষণে ক্ষণে।


সহৃদয় পাঠক যারা, স্বেচ্ছ্বায় যান তারা
অন্যান্য কবিদের কবিতার পাতায়।
জুড়ে দেন দুটো কথা, যেমন ভাবেন তারা,
তাদের কথাগুলো কবিকে প্রেরণা যোগায়।


অজানা অচেনা সব কবি বন্ধুরা মিলে,
সৌহার্দের বাঁধনে পরস্পরকে ঘিরে ফেলে।
দিয়ে যায় অকাতরে একে অপরকে প্রেরণা,
বন্ধুত্বের প্রশ্নে বয়সের কোন ধারই ধারেনা।


পাদটীকাঃ  কবিতাটি 'বাংলা কবিতা'র আসরের কবিদের উদ্দেশ্যে নিবেদিত। যে কবির আমন্ত্রণে আমার প্রথমে এখানে আসা, তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।


ঢাকা
২৯ আগস্ট ২০১৪
কপিরাইট সংরক্ষিত।