'যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়'........।
হুমায়ুন আহমেদ এর লেখা, আর
শাওনের গাওয়া এ গান যতবার
আমি শুনি, ততবারই মনে হয়,
অব্যক্ত গভীর অনুভূতি প্রকাশের
এবং ব্যক্ত অনুভূতি অনুধাবনের
শুধু 'বরষা'ই যেন উপযুক্ত সময়।


মনের কান্না আর আকাশের কান্না
মিলেমিশে যেন একাকার হয়ে যায়,
আকাশ আঁধার করা কোন বরষায়।
মনের তাপ ক্রমে শীতল হয়ে আসে
বরষার কদম ফোটানো গান শুনে।
যে মন কাঁদে, সে দিন গুনে থাকে,
কবে এক অনুভূতিপ্রবণ শ্রোতাকে
সে তার কান্না শোনাবে। যে শ্রোতা,
আকুল আবেগে আপ্লুত হয়ে চায়,
ঝরা অশ্রুটুকু মুছে দিতে, মমতায়।


কাঁদার আর বোঝার এ অপূর্ব সমন্বয়
সম্ভব যেন শুধু এক ঘনঘোর বরষায়!


ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।