জানি, আমাকে তো যেতে হবে আরো দূরে, বহুদূরে।
সে পথে চলার কোন সাথী পাবো কিনা জানিনা।
সন্ধ্যা হয়ে গেছে সেই কখন! কিছু তারা উঠে গেছে।
চাঁদের অপেক্ষায় থেকে থেকে বড্ডো দেরী হয়ে গেলো!
ভুলেই গিয়েছিলাম, এখন তো চলছে কৃষ্ণপক্ষের রাত।
চাঁদ উঠবে, তবে মাঝরাতে, বা তার কিছু আগে পরে।


জানি, বাকী পথটুকু আমাকে একাই চলতে হবে হয়তো।
তারাদের মিটিমিটি আলো আর কিছু জোনাকিরা ছাড়া
আমাকে পথ দেখাবার কেউ থাকবেনা, কিছু থাকবেনা।
আকাশের ধ্রবতারা দেখে দেখে আমাকে পথ চলতে হবে।
কিছু সন্দেহপ্রবণ নেড়ী কুকুর হয়তো ঘেউ ঘেউ করবে,
নির্দোষিতার প্রমাণ পেয়ে উৎসুক হয়ে তারা পিছু নেবে।


আকাশে সপ্তর্ষিমন্ডল আর ধ্রবতারা যদি নাও জ্বলে, তবু
ক্ষতি নেই। দিক নির্ণয়ের একটা স্থায়ী কম্পাস তো আছে
আমার বুকের ভেতরেই। এত পথ পাড়ি দিয়ে যখন আমি
পৌঁছবো আমার স্থায়ী ঠিকানায়, তখন কেউ কি খুলে দেবে
বদ্ধ দুয়ার? প্রশ্নের জবাব দেয়ার ভাষা আমার জানা নেই।
তবু কি ডেকে নেবে কেউ দিশেহারা এ পথক্লান্ত পথিককে?


ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।