আজকাল প্রায়ই মনে হয়,
কতটা সময় আমি হা্রাচ্ছি,
বসে বসে, প্রতীক্ষায় থেকে,
তুমি বদলাবে, এই আশায়!


কখনো নিশ্চিত হতে পারিনা,
বদলানো কার বেশী প্রয়োজন,
তোমার, না আমার!


চিরকাল ভেবে এসেছি,
স্থাণুবৎ বসে থাকা,
কোন সিদ্ধান্ত না নেয়াও বুঝি
একটা সিদ্ধান্তেরই মতন।


এখন আমি ভাবছি,
এটা কি শক্তি্র অভাবে,
নাকি সাহসের, যে আমি
সেসব যন্ত্রনা মেনে নিতে
পারবোনা, যেসব আসবেই,
যদি আমি এখনই এগোতে চাই?


ইস! যদি জানতাম!
আসলেই কি এটা আমার চাওয়া ছিলো,
নাকি এ চাওয়ার কারণ,
কেবলই আমার সাহসহীনতা?


মূলঃ      Linda Engwall
অনুবাদঃ খায়রুল আহসান


মূল কবিতাটি নিম্নে উদ্ধৃত হলোঃ


Lack of Courage


Most days I feel
Like I am
Losing so much time
Sitting
Waiting
Hoping
For you to change

Never knowing quite for sure
If it is me or you that must change

Always believed that by
Not moving
Making no decision
Is the same as making one

Wondering if it is due to my lack of strength
Or no courage
To take those hits
That will happen if I choose
To move
Now

Wish I knew if this was truly my choice
Or one made only by lack of my courage


ঢাকা
৩০ নভেম্বর ২০১৩
কপিরাইট সংরক্ষিত।