পৃথিবীর বুকে যতসব কবি আছেন,
তাঁরাতো প্রেমের পূজারী হয়ে থাকেন।
তাঁরা তাঁদের কবিতায় মধুর বচনে
প্রেমের কথা বলে যান কতনা যতনে।


তাঁরা যদি এসব প্রেমের অভিব্যক্তি
হোকনা তা যতই আসল বা মেকি,
করতেন প্রকাশ নিজ স্পাউসদের কাছে
আত্মহারা হতো তারা, গোপন উল্লাসে।


প্রকৃতির আঁচলতলে কবি খুঁজে পান,
শান্তির অমিয় বাণী আর হৃদয়ের গান।
গহকোণে কবিগণ বড় হেনস্তায় থাকেন
যদিনা স্পাউসগণ কবির মনটা বোঝেন।


ঢাকা
২১ সেপ্টেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।