একটি গোলাপের নীড়ে আমি আমার এই মনটাকে
লুকিয়ে রেখেছিলাম, নরম শুভ্র তুষারের চেয়েও
নরম একটি বিছানায়, সূর্যরশ্মি থেকে লুক্বায়িত
কিছু গোলাপের নীচে, লুকিয়ে রেখেছিলাম এই মনটাকে!
গোলাপের কোন পাতা তো কখনো কাঁপেনি, তবুও কেন
মনটা আমার কাঁপবে? কেন ঘুমপরী তার ডানা ঝাপটে
উড়ে চলে গেল? হয়তো কোন গোপন পাখীর গান শুনতে!

আমি বলেছিলাম, শান্ত হয়ে ঘুমোও! এখানে বাতাসের
পাখনা বন্ধ হয়, কচি কিশলয় রবিরশ্মির তির থেকে
সদা আচ্ছাদিত রাখবে তোমায়। নিশ্চুপ শুয়ে থেকো,
সাগরের উষ্ণ বায়ু এখন ঘুমিয়ে আছে, সে তোমার চেয়ে
অনেকটা শান্ত। কোন ভাবনা কি কাঁটা হয়ে তোমায় তীব্র
ব্যথা দিয়ে যায়? স্থগিত আশারা বিষদাঁত ফুঁটিয়ে অস্থির
করে তোলে? কী তোমার নিদ্রার এমন ব্যাঘাত ঘটায়?
হয়তো কেবল কোন একটি গোপন পাখীর গান!

(সংক্ষেপিত)



কবি পরিচিতিঃ  ইংরেজ কবি Algernon Charles Swinburne ০৫এপ্রিল ১৮৩৭ তারিখে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তার পিতা Admiral Charles Henry Swinburne এবং মাতা Lady Jane Henrietta এর ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠতম। ১৮৪৯-৫৩ সালে তিনি Eton College এ এবং ১৮৬-৫৬-৬০ সালে অক্সফোর্ড এর Balliol College এ পড়াশোনা করেন। Felice Orsini কর্তৃক Napoleon III এর হত্যা প্রচেষ্টাকে প্রকাশ্য সমর্থন জানানোর জন্য ১৯৫৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে তিনি rusticated হন। এর পরে আর তার কোন ডিগ্রী অর্জন করা সম্ভব হয়নি। তার বিখ্যাত কাব্যগ্রন্থসমূহঃ
Atalanta in Calydon (1865), Poems and Ballads (1866), Songs before Sunrise (1871), Poems and Ballads Second Series, (1878) Tristram of Lyonesse (1882), Poems and Ballads Third Series (1889), and the novel Lesbia Brandon (published posthumously in 1952)। তার কাব্যগ্রন্থ "Poems and Ballads" প্রথম প্রকশিত হবার পর পাঠক মহলে আলোড়ন তোলে এবংখুব দ্রুত সমাদৃত হয়।
তার যৌন জীবন খুবই উচ্ছৃঙ্খল ছিল এবং তিনি আজীবন মদ্যপানে আসক্ত ছিলেন। "যদিও তিনি নিজে ব্যক্তিজীবনে মোটেও সমকামী কিংবা অন্য কোন যৌন ভ্রষ্টাচারে আসক্ত ছিলেন না, কিন্তু আজীবন তিনি এসবের সামাজিক স্বীকৃ্তির স্বপক্ষে একনিষ্ঠ প্রবক্তা ছিলেন" - Oscar Wilde। ১৮৭৯ সালে মাত্র ৪২ বছর বয়সে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লে তার বন্ধু Theodore Watts তাকে নিজ বাড়ীতে নিয়ে গিয়ে শুশ্রূষা করেন। এর পরেও তিনি কবিতা লেখেন, তবে তখন থেকে তার কবিতায় আর সেই স্বভাবসুলভ দ্রোহ ও তেজস্বীতা দেখা যায় নি। জীবনের বাকী ৩০ বছর তার সাথেই থেকে ১৯০৯ সালে ৭২ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।
তার মূল কবিতাটি নিম্নে উদ্ধৃত হলোঃ


A Ballad Of Dreamland

I hid my heart in a nest of roses,
Out of the sun's way, hidden apart;
In a softer bed than the soft white snow's is,
Under the roses I hid my heart.
Why would it sleep not? why should it start,
When never a leaf of the rose-tree stirred?
What made sleep flutter his wings and part?
Only the song of a secret bird.

Lie still, I said, for the wind's wing closes,
And mild leaves muffle the keen sun's dart;
Lie still, for the wind on the warm seas dozes,
And the wind is unquieter yet than thou art.
Does a thought in thee still as a thorn's wound smart?
Does the fang still fret thee of hope deferred?
What bids the lips of thy sleep dispart?
Only the song of a secret bird.


(Abridged)

Algernon Charles Swinburne

ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।