একদিন কত আশা ছিল, স্বপ্ন ছিল ঐ দুটো চোখে!
আজ তার চোখ পরনের পাঞ্জাবীটার মত ফ্যাকাশে।
কত স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন
সংসারের সব প্রিয় মুখগুলো! আজ তারা কে কোথায়?
পথহারা পাখিকে আজ কে ফিরাবে তার আপন কূলায়?
যে মাথাটিতে তিনি ধরে রাখতেন
সংসারের যাবতীয় হিসেব নিকেশ, হঠাৎ করে-
সেটা পরিণত হয়ে গেল শুধু এক টুকরো সাদা কাগজে!
তার হালখাতার হিসেব নিকেশ সব শেষ হয়ে গেল!
তার মগজের হার্ড ডিস্ক থেকে সবকিছু মুছে গেল!


ভাষাহীন পাখি চায় ফিরে যেতে তার আপন কূলায়,
কে আছে তাকে নিয়ে যাবে সেথা, পরম মমতায়?


পাদটীকাঃ ডিমেনশিয়ায় (স্মৃতিভ্রম) আক্রান্ত সাদা পাঞ্জাবী পড়া এক বৃদ্ধ লোক পথ ভুলে লক্ষ্মীপুর জেলার মান্দারি বাজারে চলে এসেছেন, এবং তিনি কোন কিছুই মনে করতে পারছেন না, তার পরিবারের সন্ধানে কোন এক সহৃদয় ব্যক্তির ফেইসবুকে দেয়া একটা পোস্ট পড়ে আমার মনে তাৎক্ষণিকভাবে এই ভাবনাগুলো এসেছিলো!
অজানা অচেনা এই মুরুব্বী খুঁজে পাক তাঁর ঠিকানা, মনের ও ঘরের, এই শুভকামনায়....


ঢাকা
২৭ জুলাই ২০১৪