আজকাল কিছু কিছু ভয়ঙ্কর চিন্তা মাথায় ঘুরপাক খায়।
ঘুরপাক খেতে খেতে কখনো কখনো অজানা আশঙ্কায়
মনটাকে বিষন্ন করে তোলে। হঠাৎ যদি কোনদিন ঘুম
ভেঙ্গে দেখি, আমার স্মৃতির হার্ডডিস্কটা হয়ে গেছে গুম!
অথবা ক্র্যাশ করেছে, অতীতটা হারিয়েছে বিস্মরণের
কোন এক কৃষ্ণ গহ্বরে! কি হবে তখন সে সব মুখের?


চিরচেনা যে মুখগুলো সব হয়ে যাবে কিম্ভূতকিমাকার,
মধুর মধুর সব আহবানগুলো, কথাগুলো ভালোবাসার,
হয়ে যাবে একেকটা দুর্বোধ্য ধ্রুপদী সঙ্গীত! আমায় যদি
ভালবেসে কেউ ডাকে, নির্বাক তাকিয়ে রবো নিরবধি।
তার ভাষা আমার অবোধ্য হবে, আমি নিমগ্ন হয়ে রবো
অতলান্ত কিছু ভাবনায়, নিজস্ব কিছু ভাষা খুঁজে পাবো।


সে ভাষা ডিমেনশিয়ার ভাষা। যে ভাষার ঊহ্য বর্ণমালা
কোন অভিধানে খুঁজে পাওয়া যাবেনা। কিন্নরীর সুরেলা
কন্ঠ হঠাৎই মনে হবে সুরহীন, কথা হয়ে যাবে অর্থহীন।
শুধু হাতের পরশমাখা ভালোবাসা উপলব্ধ হবে, অন্তহীন।
অস্থি চর্মের সেই পরশটুকুই শুধু স্মৃতিভ্রমে লুপ্ত অনুভূতির
গুপ্ত আকর থেকে খুঁজে নেবে ভালোবাসা, আগ্রহে অধীর।



ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।