মাঝে মাঝে, যখন আমি তোমার সাথে কথা বলিনা,
নিজেকে এত একেলা মনে হয়!
মাঝে মাঝে ভাবি, যদি আমাদের কখনো দেখা না হতো!
নিঃসাড়, অনুভুতিহীন, অন্তর্মৃত জীবন আমি ঘৃণা করি।


মাঝে মাঝে আমার সকল চাওয়াই হয়ে যায়,
শুধু তোমার পাশে থাকা। মাঝে মাঝে শুধু চাই,
তোমার কন্ঠস্বর শুনতে, তোমার দেহঘ্রাণ শুঁকতে
আর তোমার ওষ্ঠের স্বাদ নিতে।


আবার কখনো কখোনো তোমাকে কিছুই করতে চাইনা,
কখনো কখোনো কেবল তুমিই পারো আমাকে উদ্দীপিত
করতে, আবার তুমিই পারো আমাকে সর্বস্বান্ত করে দিতে,
কেবল তোমার একটা কথা অথবা চাহনি দিয়ে।


তারপরেও, এগুলোকে তো যথার্থই মনে হয়,
কারণ, আমার সব চাওয়াই যে কেবল তুমি!


মূলঃ  Crystal Rose


অনুবাদঃ  খায়রুল আহসান


কবি পরিচিতিঃ কবি Crystal Rose আমেরিকার সান্টা মনিকায় বসবাস করেন। প্রেম তার কবিতার মূল উপজীব্য বিষয়।


মূল ইংরেজী কবিতাটি নীচে উদ্ধৃত হলোঃ


Emotional roller coaster!


Sometimes when I'm not talking to you, I feel so alone.
Sometimes I wish we never met because I hate feeling numb, emotionless,
just dead inside.
Sometimes all I want is to be around you.
Sometimes I just want to hear your voice, smell your skin, and taste your lips.
Sometimes I want nothing to do with you.
Sometimes you're the only one that can cheer me up, but at the same time
you can break me down with a simple word or a single glance.
Yet all of this is worth it because
Sometimes all I want is you...


Crystal Rose


ঢাকা
১৫ ফেব্রুয়ারী ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।