কেউ কেউ সময় পায়, সংকেত পায়।
প্রথমে শরীর সংকেত দেয়, পরে মন।
মনের সংকেত পেয়ে গেলেই শুরু হয়,
আট ঘাট বেঁধে অপেক্ষা অগস্ত্য যাত্রার।


যারা হুট করে চলে যায়, কিছুটা সংকেত
অবশ্য তারাও পেয়ে থাকে। তবে ওগুলো
যেন 'মিসড কল' হয়েই থেকে যায়। ওরা
সেসব সংকেত পড়ার অবকাশ পায়না।


হয়তো শেষ কথাটা অব্যক্ত থেকে যায়,
হয়তো শেষ গানটা আর গাওয়া হয় না।
লেখার কলমটা খাপ খোলাই রয়ে যায়,
শেষ চাওয়াটা বুঝি আর চাওয়া হয়না।


শেষতক ভালোবাসার কথাই বলা ভালো।
শেষ কথাটুকু হোক ভালোবাসার, ক্ষমার।
রেখে যাওয়া ব্যাঙ্ক ব্যালেন্স শূণ্যে মিলাবে,
ভালবাসার ব্যালেন্সটুকুই শুধু অক্ষয় রবে।


ঢাকা
০১ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।