আমার কত স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, ছিল কতই সম্ভাবনা,
বড় হবার কথা ছিল, সফল হবার কথাও ছিল। আমি
যেভাবে বড় হয়েছি, তাতে একজন সমর্থ পুরুষ হবার
কথা ছিল, একজন কেউকেটা হওয়ার  মত করেই আমি
বড় হয়েছিলাম। এসব উটকো ঝুট-ঝামেলা আমাকে
মোটেই দুর্বল করার কথা ছিলনা। কিন্তু এখন প্রতিটি
ক্ষুদ্র সমস্যাও আমাকে প্রচন্ড চাপের মাঝে রাখছে। আমি
যা কিছু করেছি, জানপ্রাণ দিয়েই করেছি। আমার সময়,
লহু-স্বেদ-অশ্রু ঢেলে জীবনে যাকিছু ভালো তা গড়েছি।


কিন্তু চোখের পলকে আমি যাকিছু করেছি তার সবই সে
নিয়ে গেল। এর জন্য তাকে, আমার বার বছরের স্ত্রীকে,
যে আমাকে সুখে দুখে, ভালোমন্দে, চিরদিন ভালোবাসার
কথা দিয়েছিল, শুধু এটুকুই বলতে হলো যে সে আমাকে
আর ভালোবাসেনা। বাচ্চাকাচ্চা, টাকা-কড়ি, বাড়ী-গাড়ী,
চেয়ার-সোফা এমনকি পোষা কুকুরটিকেও সে নিয়ে গেল।


সে আমাকে ভগ্ন-হৃদয়, দিকভ্রান্ত করে রেখে গেল। আমার তো
এমনটি হবার কথা ছিলনা, আমার তো আরও অনেক ভালো
থাকার কথা ছিল। একটি মাত্র মানুষকে কিভাবে আমি আমাকে
এভাবে আহত করতে, এমনভাবে ভেঙ্গে ফেলতে দিলাম? আমি
এমন একজন মানুষ ছিলাম, যার কত স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, আর  
ছিল কত সম্ভাবনা। আজ আমি দিন এনে দিন খাওয়ার পথ খুঁজি!


মূলঃ  Craig Mize


অনুবাদঃ  খায়রুল আহসান


কবি সম্পর্কে পাদটীকাঃ তরুণ কবি Craig Mize  আমেরিকার জর্জিয়া স্টেট এর গেইনসভিল এ বসবাস করেন। Emily Dickinson, Edgar Allan Poe এবং Robert Frost দ্বারা অনুপ্রাণিত এই জীবনবাদী কবি জীবন, মৃত্যু ও প্রেম বিষয়ে কবিতা লিখে থাকেন। বাল্যকালে পিতামাতা ও ভাইবোনের কাছেই তার সৃজনশীল প্রতিভার স্ফূরণ ঘটে। তিনি তার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে কিশোর কিশোরীদেরকে মাদকাসক্তি ও বদ সঙ্গদোষের কুফল ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। তার অনেক কবিতায়ও এ বিষয়টি মূল উপজীব্য।


মূল ইংরেজী কবিতাটি নিম্নে উদ্ধৃত হলোঃ


Broken Dreams 'A Divorce Story'


So many dreams, so many goals, so much potential.
I was supposed to be great, I was supposed to be a success,
I was supposed to something. I was brought up to be a strong man.
These simple problems was not supposed to phase me,
but now every little problem put a little bit of the worlds pressure on
me. I worked hard at everything that I have done. I have put my time,
blood, sweet, & tears into everything good in my life.


But in a blink of an eye everything
I worked for was taken away from me. All that it took was for you my wife of 12 years, the person that said that she
would love me forever, the very woman that told me 'I do.'
Decided that she wasn't in love with me anymore. She took the house, the couch & chairs, the cars, the kids, all of my money, & even the dog.


She left me a broken man, lost with no sense of direction. I was supposed to be better than this. I am supposed to be better than this.
How could I allow one person to hurt me like this to break me like this?
I was a man with so many goals, so many dreams, so much potential.
Now I'm a man just looking for a way to survive day to day!



Craig Mize



ঢাকা
২৬ ডিসেম্বর ২০১৩
কপিরাইট সংরক্ষিত।