হে বঙ্গললনা,
তোমার ললাটের টুকটুকে লাল টিপে আমি দেখি
রক্তজবা, শিমুল আর কৃষ্ণচূড়ার রঙের নাচন।
দ্যুতিময় দুটি চোখ আর চঞ্চুসম নাকের ভাস্কর্য
অপরূপ শোভা পায় তোমার উজ্জ্বল লাল টিপে।


হে তিলোত্তমা,
গোটা বিশ্বটা যেন ছোট হতে হতে, সৌন্দর্যের
প্রতীক হয়ে বসে গেছে তোমার ফর্সা কপালে।
ওদিকে তাকালে পৃ্থিবীর আর সব রঙগুলো
হঠাৎ কেমন যেন বড্ড ধূসর বলে মনে হয়।


হে কাশবনের কন্যা,
লালপেড়ে সাদা শাড়ী, আর লাল ব্লাউজ মিলে
তোমাকে নিমেষে বানায় মায়াবীনি অপ্সরী।
হাতে লাল চুড়ি, পায়ে সাদা মল, সাথে লাল টিপ
শরতের সাদা কাশফুলে আনে ফাগুনের আগুন।


ঢাকা
০৯অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।