হাইসা হাইসা আইসা তুমি আমার ভাঙ্গা নায়ে,
বইলা পাশে হাইসা হাইসা কুনুদিক না তাকায়ে।
ভাইবা আকুল তার লাইগ্যা কি দিবাম তোমারে,
আসমান পানে চাইয়া রইলাম, ডাকলাম আল্লারে,
আল্লাহ কইলো দিয়া দিতে আমার কইলজাডারে!


নায়ের তলায় ফুডা একটা ছিল বডডো মস্ত,
তুমি আইসা নায়ে বইসা দিয়া তোমার হস্ত,
চাইপা ধরলা ফুডাটারে শাড়ীর আঁচল দিয়া,
মুক্তমনে বাইলাম আমি বাউল গান গাইয়া।
সারাটা দিন কাইট্যা গেল খিলি পান খাইয়া।


ঘাটে ঘাটে কিনলাম তোমার চুড়ি আর শাড়ী,
কইলাম তোমায় পিন্দ্যা দ্যাহ ওগো হুর ফরী।
তুমি কইলা গাইতে আমায় মরমী যত্তো গান,
গান শুইনা জুড়াই গেল মোদের অন্তর পরান।
ভাতের চিন্তা করলাম নাতো, এতডাই অজ্ঞান!


পাদটীকাঃ  একটু ভিন্নতর নতুন প্রচেষ্টায় ব্রতী হ'লাম। পাঠকদের তা কেমন লাগলো জানালে বাধিত হবো।


ঢাকা
১০ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।