বুকের মাঝে আগুনটাকে জ্বালিয়ে দিলো যে,
মাতাল ঢেউ এর ঝাপটা হয়ে আসবে নাকি সে?
ধিকিধিকি তুষের আগুন চুপিচুপি জ্বলে,
সে আগুনটাকে দস্যি হাওয়া মাতায় কোন ছলে?


হৃদয় মাঝে ঢেউ এর পরে ঢেউ আছড়ে পড়ে,
নুড়ি পাথর, শামুক ঝিনুক আনে সঙ্গে করে।
যাবার সময় হৃদয় তীরে সেসব ফেলে যায়,
কে আছে যে পরখ করে ওগুলো কুড়ায়?


ঢাকা
১৭ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।