বনভূমে ফোটে কত বনফুল,
বন কন্যার নাকে যেন নাকফুল।
কোন মালি নেই, তবু তারা ফোটে,
প্রশস্তি খুব কমই তাদের ভাগ্যে জোটে।


বনের ফুলশয্যাকে কেউ বাগান বলে না,
বনফুল ফোটাতে কোন মালি লাগেনা।
বাগানের ফুল ফোটে কোন মালির পরশে,
তার নিবিড় যতনে কানন ফুলে ফুলে হাসে।


আমার বাগান, সেতো বনভূমি নয়,
এ বাগানেও মালি এক আছে নিশ্চয়।
তার নিপুন হাতের ছোঁয়া প্রতিটি কোনায়,
তাই ফুলগুলো সারাদিন তারই পানে চায়।


পাদটীকাঃ  আমার সংসার কাননের মালির প্রতি উৎসর্গিত।


ঢাকা
২৭ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।