তার চোখের তারায় হাসে,
খুব ঝকমকে,
আকাশের কিছু তারা!


তার চোখের নীরব চাহনি,
বলেনা কিছু তখনি,
পরে হয় নিরন্তর হাতছানি।


তার মুখের হাসির আগে,
ঝিকিমিকি ঐ চোখে
হাসির ঝলক বয়ে যায়।


শরতের হালকা মেঘগুলো,
ঐ চোখে মাঝে মাঝে
শ্রাবনের জলধারা হয়ে যায়।


ঢাকা
২৮অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।