আমি কঠিন পাথর হতে চেয়েছিলাম,
হতে পারিনি।
তরল জলের প্রবাহ হতে চেয়েছিলাম,
হতে পারিনি।
বায়বীয় বেলুন হয়ে উড়তে চেয়েছিলাম,
উড়তে পারিনি।
পাখির ডানার নীচে ঠিকানা লিখেছিলাম,
পাখি ওড়েনি।
মধুর সঙ্গীত গেয়ে শোনাতে চেয়ছিলাম,
কিছুতেই সুর উঠেনি।


অতএব,
এখন আমার আর কোন কিছুর ইচ্ছে নেই।
সূতোকাটা ঘুড়ির মত এদিকে ওদিকে,
যেদিকে বাতাস নেবে, ভাসবো সেদিকে।



ঢাকা
০৫ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।