যে যুবকটি তোমাকে দেখে থ' হয়ে গিয়েছিলো,
চোখাচোখি হতেই লাজুক দৃষ্টি নামিয়ে এনেছিলো,
কখনো কি ভেবেছো, তার কি কিছু বলার ছিলো?


সে নিজেই জানতোনা, সে তোমার চোখে কী দেখে
এমন আত্মহারা হয়ে গিয়েছিলো। প্রথম থেকেই
সে তোমার সাথে কথা বলতো প্রবল ঘোরের মাঝে।


প্রতিদিন বিকেলে সে একেলা চলে যেত নদীর কাছে,
কিছু ভালোবাসার কথা বলার কৌশল শেখার জন্য।
নদী বয়ে যেত আপন মনে, সে বলে যেত মনে মনে।


তোমার দু'কানে তার কোন কথা কখনো পৌঁছেনি,
কল্পনায় সে প্রতিদিন তোমাকে পেতো ভালোবাসায়।
আত্মপ্রবঞ্চনায় সে ঐ মিথ্যেটুকুই সত্য বলে ভাবতো।


ঢাকা
০৬ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।