এ জীবনে তোমার কাছে আমি চির ঋণী হয়ে রইলাম,
যে ঋণ আমি কোনদিন হয়তো শোধ করতে পারবোনা।
পরম নির্ভরতায় তোমার স্বচ্ছ দুটি চোখে রেখেছিলাম
আমার ক্লান্ত দুটি চোখ, কবে তা মনে করতে পারবোনা।


যেদিন থেকে দৃষ্টিতে একটু একটু করে নেমে আসছিলো,
শুধু বিবর্ণ ধূসরতা, সেদিন থেকে তোমাকে পাবার জন্য
বাড়ছিলো ব্যাকুলতা। তোমার স্বচ্ছ চোখে ভর করেছিলো
আমার ঝাপসা দুচোখ, তাইতো এ চোখে তুমি চিরবরেণ্য!


এ জীবনে আমি বহুবার হয়েছি দিশেহারা তোমায় হারিয়ে,
আর খুঁজে ফিরেছি তোমাকে পথহারা পথিকের মত করে।
যখনি তুমি হারিয়েছো, তখনি শ্লথ হয়ে গেছে সচল জীবন,
আমি তাই তোমাকে দেখতে চাই, দু'চোখে আমার আমরণ।


যেদিন আমি থাকবোনা, তুমি হয়তো তখনো রয়ে যাবে
নিজেকে গুটিয়ে নিয়ে অবহেলায় অনাদরে, আমার ঘরে।
আমার চোখের ভাষা তোমার দুচোখে অদৃশ্য লেখা রবে,
ধূলি ধূসরিত হয়ে তুমিও একদিন, কোথাও হারিয়ে যাবে!


ঢাকা
১১ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।