মানুষ দ্বিধা সংশয়ে বিনম্র লাজে
কতনা প্রাণের আকুতি মিশায়ে
একথা ব্যক্ত করে কাহারো তরে
'তবু মনে রেখো', খুব মৃদুস্বরে!


মনের গহীনে থাকার সে আশা
খুঁজে নেয় কত বিচিত্র ভাষা,
কখনো প্রকাশে শুধু দৃকপাতে
কখনো জল এনে আঁখিপাতে।


কখনো কাউকে কিছু না বলে,
কেহ ঠাঁই পায় মনের আড়ালে,
বিরাজিত রয় সেথা সঙ্গীতসম,
'তুমি রবে নীরবে, হৃদয়ে মম'।


ঢাকা
১৭ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।